

আবুল কালাম বিন আকবার, কালীগঞ্জ: কালীগঞ্জের নলতায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১ লাখ ২০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৭ এপ্রিল) রাতে উপজেলার নলতা এলাকার মোঃ ফজলুর রহমানের এক বিঘা আয়তনের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ গলদা চিংড়ি মাছ মরে পানির উপরে ভেসে ওঠে।
ঘেরের কর্মচারী মোঃ মনি সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে ঘের থেকে পার্শ্ববর্তী একটি বাজারে ছিলাম। ঠিক তখনই দুর্বৃত্তরা ঘেরে রিপকর্ড বিষ প্রয়োগ করেছে। ঘেরের পাশেই পড়েছিল বোতলগুলো আমি দেখেছি।
তারাবির নামাজের কিছু পরে টের পেলাম মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে।
বুঝতে পারলাম মাছের কোনো সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে মালিককে বিষয়টি জানাই। এর কয়েক ঘণ্টার মধ্যেই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়। সকাল থেকেই মরা মাছ ভেসে উঠতে থাকে।
প্রতিবেশীরা বলেন, আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মানুষ মাছ চাষ করে। অনেক টাকা বিনিয়োগ এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মাছ বিক্রি করতে। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে কয়েক ঘণ্টার মধ্যেই সব মাছ মরে গেল ফজলুর রহমানের ঘেরে। এভাবে চললে মাছ চাষ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
ঘের মালিক মোঃ ফজলুর রহমান বলেন, “আমার ঘেরের পাশে জায়গা কিনে বাড়ি বানিয়েছে সদরউদ্দিনের স্ত্রী রোজিনা খাতুন। এক বছর আগে রোজিনা খাতুনের ছাগল আমার চাষাবাদ ক্ষতি করলে আমার সহকারি মনিরের সাথে তার বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলা বিরূপ আচরণ ও মনি কে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। মনি তার নামে একটি মামলা করে, মামলাটি চলমান রয়েছে। সেই মামলার জেরে রোজিনা খাতুন ও তার ছোট ছেলে রাইসুল্লা আমার ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে মনে করছি। আমি সরকারের কাছে এর সুষ্ঠ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
এবিষয়ে অভিযুক্ত রোজিনার সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলে তা সম্ভব হয়নি।