Friday, March 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

গবেষণা ও সাংবাদিকতায় ভারতে সম্মাননা পেলেন মুশাররফ: ওজাব’র অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ-ভারত দু’দেশের সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন তুলে ধরে গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ‘আরশি কথা’ সম্মাননা পেয়েছেন কলকাতা টিভির বাংলাদেশ ব্যুরো’র সিনিয়র রিপোর্টার, বার্তা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুশাররফ হুসাইন।

মুশাররফের এই সাফল্যে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংস্থা অভিনন্দন জানিয়েছেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেস ক্লাব মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ ও অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে আগরতলা পৌরসভার মেয়র দীপক মজুমদারসহ অতিথিরা এ সম্মাননা পদক তুলে দেন। ভারতের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘আরশি কথা’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে এ সম্মাননাপত্র দেওয়া হয়।

আরশি কথার গ্লোবাল ফোরামের উপদেষ্টা ড. অশীষ কুমার বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আগরতলা প্রেস ক্লাব সভাপতি সুবল কুমার দে, সাধারণ সম্পাদক প্রণব সরকার, আরশি কথার প্রধান সম্পাদক শান্তনু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম লাভলু-০১৭১৫-২৬১৮২৭

তারিখ: ২৭/০৪/২০২২ ইং

শেয়ার বাটন