Friday, April 26সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

খলিশাখালীর আরোও তিন ভূমিদস্যু সন্ত্রাসী রাইফেল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে কাটা রাইফেল, গুলি, রামদা ও রাউডি সহ খলিশাখালীর প্রায় ১৪ শত বিঘা মালিকানাধীন জমির অবৈধভাবে দখলকারী এলাকার কুখ্যাত ৩ সন্ত্রাসী ও ভূমিদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই হাফিজুর রহমান, এএসআই হুমায়ন কবীর সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সূত্রে ডাকাতির তথ্য পেয়ে নওয়াপাড়া ইউনিয়নের দেবিশহর গ্রামস্থ মৃত অনিল স্বর্নকারের পরিত্যক্ত বাড়ির পূর্ব পার্শ্বে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। এসময় নোড়ারচক গ্রামের ওমর আলী গাজীর ছেলে শরিফুল ইসলাম গাজী (৩৫), একই এলাকার মৃত আবু বক্কর গাজী কামরুল গাজী (৫০), কালীগঞ্জ উপজেলার ভাঙ্গানমারি গ্রামের মৃত আনছার আলী সরদার মুরশিদ আলী সরদার (৫০)কে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১টি কাটা রাইফেল ও ৭ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি রাউডি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ডাকাতির সংঘটিত হওয়ার পূর্বে ৩ ব্যক্তিকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। এসব সন্ত্রাসীরা দেবহাটার খলিশাখালীর মালিকানাধীন প্রায় ১৪ শত বিঘা জমি অবৈধভাবে দখলসহ বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাসী ও মাদকের কারবার চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে থানায় ১টি অস্ত্র মামলা ৫ এবং ডাকাতির প্রস্তুত মামলা নং-৬ হয়েছে। আসামীদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তরিকুল ইসলাম লাভলু-০১৭১৫২৬১৮২৭

তারিখঃ ০৪/১১/২০২২ ইং

শেয়ার বাটন