Saturday, April 27সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ দিকে দিকে ধ্বনিত হয় সেই অহংকারের কথা। বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি নয়। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশ। আজ বাঙালির সেই গৌরব দীপ্ত দিন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের জন্য কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ সমূহ সহ সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে দিবস টি পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭ টায় সকল সরকারি, বেসরকারি অফিস আদালত স্কুল কলেজ হাট বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। কিন্তু এই নির্দেশ উপেক্ষা করে ব্র্যাক ব্যাংক, ওয়াল্টন প্লাজা, সহ থানা রোড, নাজিমগঞ্জ বাজারসহ উপজেলার হাট বাজারের অধিকাংশ প্রতিষ্ঠান, দোকানে জাতীয় পতাকা উত্তোলন হতে দেখা যায়নি। জাতীয় পতাকা তদারকির জন্য একটি কমিটি থাকলে ও কমিটির কোন সদস্যকে কাগজে কলমে থাকলেও মাঠে পাওয়া যায়নি। সকাল ৭ টার সময় সোহরাওয়ার্দী পার্ক ময়দানে অবস্থিত শহীদ মিনারে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ দাসের নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এরপর একে একে কালিগঞ্জ থানা প্রশাসনের পক্ষে থানা অফিসার ইন চার্জ মোঃ শাহিন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও সন্তান কমান্ডের সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন,। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ পুষ্প মাল্য অর্পণ করেন। এরপর বিভিন্ন সাংবাদিক সংগঠন, এনজিও, স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীরা একে একে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৭ টায় মহৎপুর কবরস্থানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের কবর স্থান জিয়ারত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার, ভিডিপি ফায়ার সার্ভিস এর সদস্যদেরনিয়ে কুচকাওয়াজ খেলাধুল এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ৮থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের খেলা ধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। উক্ত সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সভাপতিত্বে সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্বর্ধনা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস, এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারি কমিশনের ভূমি) আজাহার আলী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ শাহিন প্রমুখ বেলা একটায়সকল মসজিদে বাদ জোহর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার বাটন