Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সরঞ্জাম চুরির মামলায় আটক ২

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির মামলায় মূল হোতা আরিজুল ইসলাম (২৫) এবং চোরাই মাল কেনার অপরাধে ভাংড়ি ব্যবসায়ী মেরাজ হোসেন (২২) নামে ২জনকে আটক করে পুলিশের সোপাদ্ করা হয়েছে।

উক্ত ঘটনায় কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে থানায়১টি মামলা দায়ের করেছে। সাতক্ষীরা কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস হতে প্রায় ট্রান্সফরমারের বিভিন্ন মূল্যবান নাট, তার, রড সহ অন্যান্য সামগ্রী চুরি হচ্ছিল। গত বুধবার (১৯ অক্টোবর) রাতে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস থেকে মূল হোতা আরিজুল বৈদ্যুতিক সরঞ্জাম, নাট, তার, রড চুরি করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ভাংড়ি ব্যবসায়ী মিয়ারাজ হোসেনের নিকট বিক্রি করে। পরে মিয়া রাজ হোসেনের ভাংড়ি মালের ভিতরে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালামাল পেয়ে তাকে আটক করে পল্লী বিদ্যুৎ অফিসে নেওয়া হয়। সেখানে তার জিজ্ঞাসাবাদে বিক্রেতা মূলহোতা আরিজুলের নাম বললে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। থানায় আটককৃত চোর আরিজুল ইসলাম উপজেলার মমরেজ পুর গ্রামের শেখ এজাহার আলীর পুত্র এবং ভাংরি ব্যবসায়ী মিয়ারাজ হোসেন পানিয়া গ্রামের শামসুর রহমানের পুত্র। আটককৃতদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

শেয়ার বাটন