Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর মডেল থানার আয়োজনে আজ বৃহস্প্রতিবার দুপুরে ‘উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন।

লক্ষ্মীপুর মডেল থানার এসআই মোজাম্মেল হক এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ২নং দক্ষিণ হামছাদি ইউপি চেয়ারম্যান মীর শাহ্ আলম, লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন, সংরক্ষিক ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাসলিমা আক্তার, ১নং উত্তর হামছাদি ইউপির প্যানেল চেয়ারম্যান মোল্লা ফারুক, জিটিবি’র জেলা প্রতিনিধি এবিএম নিজাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্বাস হোসেন, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি আনিস কবির, দৈনিক কালের প্রত্যাশা পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান ফরহাদ, বিডি২৪লাইভ এর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন রবিন, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি বেলাল হোসেন সবুজ সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

সেমিনারে সুশীল সমাজের ব্যাক্তি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন মন্তব্য তুলে ধরেন।

শেয়ার বাটন