Saturday, April 27সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আবেদ আহমেদ ভারত থেকে স্বর্ণ পদক অর্জন করায় শ্রীমঙ্গলে গণ-সংবর্ধনা প্রদান

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ ভারত থেকে সাংবাদিকতা ও সমাজ সেবায় স্বর্ণ পদক অর্জন করায় ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখা কর্তৃক ৯ ডিসেম্বর রোজ শুক্রবার শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে সন্ধা ৭ টার সময় এক গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোঃ মসুদ আহমেদ এর উপস্থাপনায় ও মোঃ সাইদুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে উক্ত গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শ্রী জহর তরফদার, সভাপতি মৌলভীবাজার জেলা সরকারী প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আরপি নিউজ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক খাঁন, সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল কমিটি। মঞ্চ অলংকৃত করেন মোঃ আবেদ আহমেদ। এসময় সকল অতিথিকে ফুল ও শুভেচ্ছা ব্যাজ পরিয়ে দেন সংগঠনের সদস্য বৃন্দরা।

শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৭ টি সংগঠন এই গণ সংবর্ধনায় অংশ নিয়ে মোঃ আবেদ আহমেদকে গুণীজন সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন। অংশ গ্রহণকারী সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল, বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার হবিগঞ্জ, সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ,আলোর দিশারী ফাউন্ডেশন, আলোর দিন সামাজিক সংগঠন, এ সময় উপস্থিত ছিলেন
মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ, মোঃ রুবেল মিয়া সভাপতি বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার হবিগঞ্জ, আলোর দিশারি ফাউন্ডেশন সভাপতি জয়নাল আবেদিন বাদশা,আলোর দিন সভাপতি পরিতোষ, মোঃ নাছির আহমেদ, সাধারন সম্পাদক ইডাফ শ্রীমঙ্গল কমিটি, সাংবাদিক সাহাব উদ্দিন, শিবলু আহমেদ নোমান,শাজাহান মিয়া।

প্রধান আলোচক সৈয়দ আমিরুজ্জামান বলেন মোঃ আবেদ আহমেদ এর এই অর্জন আমাদের শ্রীমঙ্গলবাসীর ও সকল যুব সমাজ এবং গণমাধ্যম কর্মীর। প্রধান অতিথি শ্রী জহর তরফদার বলেন, ভারত সরকার অনুমোদিত এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে সনদ প্রাপ্ত সামাজিক সংগঠন মায়ারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ট্রাস্ট ও বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ থেকে শ্রীমঙ্গলের কৃতি সন্তান মোঃ আবেদ আহমেদ সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ভারত থেকে স্বর্ণপদক ২০২২ অর্জন করায় শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি এবং আবেদ আহমেদ এর কর্মময় জীবনী নিয়ে তথ্য বিত্তিক ভাবে আলোচনা করেন এই গুণীজন,মোঃ আবেদ আহমেদ এর বক্তব্যে বলেন আমার এই অর্জন আমি শ্রীমঙ্গলের সকল সাংবাদিক ও সমাজ কর্মীদের উৎস্বর্গ করলাম এবং যে সকল সামাজিক সংগঠন আমাকে সম্মানিত করলেন এই ভালোবাসার কথা থাকবে চিরদিন আমার হৃদয়ে, আরো মূল্যবান বক্তব্য রাখেন মোঃ ফারুক খান সভাপতি- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল কমিটি, মোঃ নাছির আহমেদ সাধারন সম্পাদক ইডাফ জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল এবং অন্যান্য সদস্যবৃন্দরা।

শেয়ার বাটন