Sunday, April 13সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আনসার আল ইসলামের নায়েবে আমিরসহ গ্রেপ্তার-৫

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নায়েবে আমির ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শনিবার (৭ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, দুইটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ আনসার আল ইসলামের নায়েবে আমির ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ।

রোববার (৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার বাটন