Friday, April 26সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

অপরাধ ঘটলে বা আশঙ্কা থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অপরাধী ও জঙ্গি দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। যারা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন তাদেরকে নগদ অর্থ পুরস্কারেরও ঘোষণা দেন তিনি।
গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ গেইটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ চোর ডাকাতদের পিছনে যেমন দৌঁড়ায়, তেমনি গরিব অসহায় মানুষ যখন বিপদে পড়ে তাঁদের পাশেও দাঁড়ায়। করোনাভাইরাস মহামারীর সময় যখন লকডাউন ছিল, কাজকর্ম বন্ধ ছিল, তখনো পুলিশ খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলো। পুলিশ সবসময় চেষ্টা করে চুরি, ডাকাতি রোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের অভাবের সময় সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর।
তিনি বলেন, নিরীহ ব্যক্তিকে পুলিশ হয়রানি করবে না। পুলিশ বিনা কারণে কাউকে গ্রেফতারও করবে না। আপনারা যাতে শান্তিতে থাকতে পারেন সেজন্য পুলিশ আপনাদেরকে সহায়তা করবে। বাংলাদেশ পুলিশ জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে পারে এজন্য সবাই দোয়া করবেন।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার,
উপ পুলিশ কমিশনার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন