

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ জামাল উদ্দিন।
গতকাল রবিবার (২৫ জুন ২০২৩ খ্রি.) রাতে হোসেন দালান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম জানান, হোসেন দালান এলাকার চাঁন কমিউনিটি সেন্টারের সামনে একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় চকবাজার থানার একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় ৫ কেজি গাঁজাসহ জামালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।