Tuesday, September 9সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সখিপুর আহছানিয়া মহিলা মিশনের উদ্যোগে শীতার্তদের কম্বল ও শিক্ষার্খীদের ব্যাগ বিতরণ

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ প্রচান্ড ঠাণ্ডা শীতের দাপটের যখন বাহিরে থাকা দায় ঠিক আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিুআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ফিরোজা মজিদ ট্রাষ্টের প্রতিষ্টার চেয়ারম্যানের ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় সখিপুর আহছানিয়া মহিলা মিশন। বুধবার বিকালে সখিপুর আহছানিয়া মহিলা মিশন প্রাঙ্গণে ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ১২ জন জন শিজ্ঞার্থীকে ব্যাগ বিতরন করেন সখিপুর আহছানিয়া মহিলা মিশনের সভাপতি শিরিন সুলতানা, সাধারণ সম্পাদক সামসুর নাহার ইতি ও কোষাধক্ষ নাসরিন সুলতানা রুমি, সদস্য মারজানা মুনতাহা কংকা প্রমূখ।

শেয়ার বাটন