Thursday, November 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাতক্ষীরা-সখিপুর-কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালি মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা (আলিপুর)-সখিপুর-কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালি মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে সড়ক বিভাগ সাতক্ষীরা। আজ পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা সড়ক বিভাগাধীন সাতক্ষীরা (আলিপুর)-সখিপুর-কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালি (আর-৭৬৭) আঞ্চলিক মহাসড়কের ৪৩তম কিলোমিটার এ অবস্থিত শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় হতে ৫৭তম কিলোমিটার এ অবস্থিত ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা আগামী ১৫-১০-২০২৫ খ্রিঃ এবং ১৬-১০-২০২৫খ্রিঃ তারিখে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা, সওজ, ঢাকা জোন, ঢাকা এর সহযোগিতায় অপসারণ করা হবে।

এমতাবস্থায়, সকল অবৈধ স্থাপনা উল্লেখিত সময়ের পূর্বে অবৈধ দখলদারদের নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।

শেয়ার বাটন