Friday, September 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সরকারি কেবিএ কলেজে নবাগত অধ্যক্ষ হচ্ছেন অলোক কুমার

মনিরুজ্জামান (মহসিন), বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে নবাগত অধ্যক্ষ হচ্ছেন অধ্যাপক অলোক কুমার ব্যাণার্জী।

প্রাপ্ত তথ্যানুযায়ি, তিনি শ্যামনগর উপজেলার বাসিন্দা, সুদর্শন ব্যক্তিত্ব এবং যশোর সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের অধ্যাপক।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা হিসেবে ১৪ নভেম্বর’২৩ মঙ্গলবার তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা থেকে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৩১ জন নতুন অধ্যক্ষের তালিকায় অধ্যাপক অলোক কুমার ব্যাণার্জীর নাম ২২ নং ক্রমিকে।

শেয়ার বাটন