Tuesday, April 30সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।

উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহ্ছান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, নলতা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিউল্লাহ হাবিবী, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান সহ আরো অনেকে।

একই সময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ বক্তা (ইংরেজি) হিসেবে নির্বাচিত হওয়ায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিজা অনজুম ছোঁয়ার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এছাড়াও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তানভির হোসেন উপজেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক এবং উপজেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট দল হিসেবে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ নির্বাচিত হয়েছেন।

তরিকুল ইসলাম লাভলু-০১৭১৫২৬১৮২৭

তারিখ: ২৮/০৭/২০২২ ইং

শেয়ার বাটন