Saturday, April 12সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কামরাঙ্গীরচরে ভাগ্নেকে হত্যার দায়ে মাদকাসক্ত মামা গ্রেফতার

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর কামরাঙ্গীরচর নুরবাগ এলাকা থেকে ভাগ্নেকে হত্যার অভিযোগে মাদকাসক্ত মামাকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো: রাকিব হোসেন।
গতকাল বিকেল পাঁচটায় কামরাঙ্গীরচর নুরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কামরাঙ্গীরচরের নুরবাগের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। গ্রেফতার রাকিব একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য বিবাদের জেরে রাকিব তার ভাগ্নে তানিন হোসেন সিফাত ও তামিম হোসেন শ্রাবণকে ধাঁরালো ছুরি দিয়ে গুরুতর জখম করে। পরে আহত শ্রাবন ও সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শ্রাবণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার বাটন