Friday, April 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ পালিত

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা প্রতিনিধি): আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে “স্মার্ট ভূমি সেবায়, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে লাল ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। পরে ভূমি সেবা সপ্তাহ সফল করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সার্ভেয়ার তারেখ রহমান, ভূমি অফিসের প্রধান সহকারি মোহাম্মদ ওবায়দুল হক, নাজির কাম ক্যাশিয়ার মোঃ শাহিনুর রহমান, অফিস সহকারি মোঃ মোস্তাফিজুর রহমান, মো: ফারুক হোসাইন সহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৮ মে থেকে ১৪ মে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা-ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে।
সবশেষে নবাগত নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার “ক” শ্রেণীর মোট ১০৩৬টি পরিবারকে চিহ্নিত করা হয়। ১ম পর্যায়ে ২৬৮টি, ২য় পর্যায়ে ২৬০টি, ৩য় পর্যায় ১৪৭টি, ও ৪র্থ পর্যায়ে ২২১টি পরিবারকে ইতিপূর্বে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১১ই জুন ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে ৫ম পর্যায় ১৪০টি পরিবারকে গৃহ হস্তান্তরের মাধ্যমে আশাশুনি উপজেলাকে ভূমিহীন ও গৃহীন মুক্ত ঘোষণা করা হবে। তাই উক্ত শুভ অনুষ্ঠানে আশাশুনি উপজেলা বাসির সবাইকে আমন্ত্রিত জানান তিনি।

শেয়ার বাটন