
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ইজ্ঞিনভ্যানের যাত্রী নিহত, আহত-৭
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার তুজুলপুর এলাকায় পরিবহন ও ইজ্ঞিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দূর্ঘটনায় নিহত হয়েছেন সাতক্ষীরা শহরের রইচপুর গ্রামের মৃত. মাজেদ মোড়লের ছেলে ফারুক হোসেন বাবু (৪৫)। আহত হয়েছেন ইচপুর গ্রামর মোকলেছুর রহমান (৩২), ইজ্ঞিনভ্যান চালক ছলেমান (৩৫), সুপারিঘাটা গ্রামের কার্ত্তিক দাস (৩৩), বাঙালের মোড়ের ইসলাম (৫৫)।
স্থানীয়রা জানান, শ্যামনগর থেকে স্বপ্নীল পরিবহনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে তুজুলপুর বাজারে বিপরীতমূখী একটি ইজ্ঞিনভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় পরিবহনটি। পরিবহনের ধাক্কায় ইজ্ঞিনভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন আহত হয়। তাৎক...