
পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা, বোমা বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে রাজনৈতিক সহিংসতার জেরে কয়েকটি বাড়িতে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা।
মঙ্গলবার (২২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বড়শাল গ্রামের তৃণমূল নেতা ভাদু শেখের বোমা হামলায় নিহত হন। তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন ভাদু। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনার জেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ঘটনার উত্তেজনায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় ১০টি বাড়ি।
দমকল কর্মীরা জানান, ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন...