
নামাজ পড়তে গিয়ে অটোরিক্সা চুরি, চালকের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
সাইদুল ইসলাম রনি,গাজীপুর প্রতিনিধি: অটো রিক্সা চুরি খবর শুনতে পেয়ে অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী অটোরিকশা চালককে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম ও মানবতার ঘর সরসপুর। কাপাসিয়া উপজেলায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী গুলজার। তার উপার্জনেই চলে পরিবারের ৭ সদস্যের সংসার খরচ।
চুরি হয়ে যাওয়া সরসপুর গ্রামের অটো রিক্সা চালক গুলজার বলেন গত ২২ সেপ্টেম্বর শুক্রবার মিয়ার বাজারের দক্ষিণে খোকা ডাক্তারের বাড়ির পাশে জামে মসজিদে সামনে অটোরিকশা রেখে জুম্মার নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখেনি অটোরিকশা নাই।পরে বিভিন্ন জায়গায় ৩ -৪ খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি পাননি। এনজিও থেকে কিস্তিতে ১ লক্ষ দশ হাজার টাকা উঠিয়ে অটো রিকশাটি কিনি। অটো রিক্সা চালিয়ে আমি কিস্তি এবং পরিবারের সাত জনের মধ্যে একজন প্রতিবন্ধী বোন আছ...