
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট, তবুও স্বাস্থ্য সেবায় খুশী সাধারন মানুষ
রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের পরেও স্বাস্থ্য সেবায় খুশী সাধারন মানুষ। আর এই চিকিৎসা নিতে আসা সাধারন মানুষকে চিকিৎসা সেবা দিতে কর্মরত সকল চিকিৎসকদেরকে করতে হয় কঠিন পরিশ্রম। দেশের সবচেয়ে বেশি যেখান থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারে সেটি হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই প্রয়োজনীয় জনবল, পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ খুবই সীমিত। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। যদি সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হয় তবে বিশেষজ্ঞরা মনে করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কার্যকর করতে হবে। একটি যুগোপযোগী অর্গানোগ্রাম তৈরি করে এর জনশক্তি বাড়াতে হবে, পরীক্ষার সব ধরনের সুবিধা থাকতে হবে, পূরণ করতে হবে ওষুধের ঘাটতি। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আগে ২৫ শয্যার ছিল। বর্তমান সরকার ...