
দেবহাটায় দরদি সংগঠনের সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক নাজমুল
বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে সাতক্ষাীরা জেলার দেবহাটা উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন দরদি’র ৬৪ সদস্য বিশিষ্ট সম্পাদকমন্ডলী ও ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যসহ মোট ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৬ এপ্রিল ২৩ বুধবার রাত ৯টার দিকে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাফে মুসাফিরে দরদি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন আলোচনান্তে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম হাসানকে সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আহসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির বিভিন্ন সম্পাদকমন্ডলী সহ অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি হিসেবে সুমাইয়া জেবিন মিশু, সহ-সভাপতি পদে যথাক্রমে ইয়াসিন হোস...