
দূষিত হচ্ছে মাহদীনগরে পরিবেশ, দেখার কেউ নেই
নিজস্ব প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গীর চর থানার ৫৫ নম্বর ওয়ার্ডের একটি মহল্লার নাম “মাহদীনগর”। এই মাহদীনগরে ব্যাপকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। প্রতিনিয়ত প্রচণ্ড দূর্গন্ধ, মশা-মাছির উপদ্রব বেড়েই চলেছে। যার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দিন দিন বাসযোগ্যর অনুপযোগী হয়ে পড়ছে এলাকাটি।
ওই এলাকার বাসিন্দারা জানায়-মাহদীনগর মহল্লায় গড়ে উঠেছে বিভিন্ন হাসপাতালের বজ্য (যেমন: ইনজেকশনের সিরিঞ্জ, সুচ, স্যালাইন, বিভিন্ন রকমের হাসপাতাল বজ্য, যা কিনা পুনরায় ব্যবহার হয়ে থাকতে পারে, যা তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে), কেমিক্যাল মিশ্রিত পলিথিন বজ্য, বিভিন্ন ধরণের প্লাষ্টিকের বোতল, প্লাষ্টিকের পট, ঔষধের খালি বোতল বজ্য ইত্যাদি প্রক্রিয়াকরণ করা হয়। যার ফলে অত্র এলাকাতে প্রচণ্ড দূর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এত বেশী, যা সহ্য করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
মাহদীনগর মহল্লার মধ্য দিয়ে একাধিক রাস্তা বে...