
দারাজের ‘প্রতারণা’, স্নিকার্সের বদলে লোফার পেলেন ক্রেতা
সীমান্ত ডেস্ক: অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘দারাজ বাংলাদেশ’ থেকে ক্যাজুয়াল স্নিকার্স কিনে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের আনিসুর রহমান নামে এক ক্রেতা।
তার অভিযোগ, গত ১২ অক্টোবর ক্যাজুয়াল স্নিকার্স কেনার জন্য অর্ডার দিয়েছিলেন তিনি। ১৮ অক্টোবর স্নিকার্সের পরিবর্তে তাকে নিম্নমানের লোফার পাঠানো হয়।
আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘দারাজের অনলাইনে ৪২ শতাংশ ছাড়ে স্নিকার্সের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপন দেখে আমি ১২ অক্টোবর ৪৩৫ টাকায় ক্যাজুয়াল স্নিকার্স অর্ডার করি। পাঁচদিন পর মঙ্গলবার ডেলিভারি দিয়েছে। পণ্যটি হাতে পাওয়ার পর দেখি, স্নিকার্সের পরিবর্তে একটি নিম্নমানের লোফার জুতা দেওয়া হয়েছে। দারাজ আমার সঙ্গে প্রতারণা করেছে। দারাজের ফেসবুক পেজে লিখিত অভিযোগ করেছি। কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি। আমি এর বিচার চাই।’
স্নিকার্সের বদলে লোফার কেন দেওয়া হলো— এ বিষয়ে দার...