
জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিক, সম্পাদক রাশেদ
আবু রায়হান, জয়পুরহাটঃ সাংবাদিকদের উপর নির্যাতন-হয়রানি প্রতিরোধে জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা শহরের ফ্রেন্ডস গার্ডেনে এক সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে জয়পুরহাটের ৪টি প্রেসক্লাবের আরও প্রায় ৪০ জন সাংবাদিকদের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হবে।
ঐক্যজোট কমিটির সহ-সভাপতি হলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনি, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মতলুব হোসেন, মাইটিভির বিপুল কুমার সরকার।
যুগ্ন সাধারণ সম্পাদক দেশ টিভি ও দৈনিক দেশ রূপান্তরের রেজাউল করিম রেজা, গ্লোবাল টেলিভিশনের জাহাঙ্গীর আলম খ...