
কেরাণীগঞ্জে প্রকৌশলী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: কেরাণীগঞ্জের আরশীনগরে প্রকৌশলী সদরুল আলম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য ঢাকার পুলিশ সুপার আসাদুজ্জামান তাৎক্ষনিক নির্দেশ দেন।এরই ধারাবাহিকতায় আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) এর সার্বিক তত্ত্বাবধানে এবং শাহাবুদ্দিন কবীর বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেলের নেতৃত্বে কেরাণীগঞ্জ মডেল থানার একটি চৌকস তদন্ত টিম কাজ শুরু করে।প্রকৌশলী সদরুল আলম (৪০) কেরাণীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর ইউনুস মিয়ার বিল্ডিংয়ের চতুর্থ তলার ফ্ল্যাট ভাড়াটে হিসেবে একা বসবাস করতেন। মাঝে মাঝে তার স্ত্রী বেড়ানোর জন্য ওই ফ্ল্যাটে এসে থাকতেন। গত ১২ আগস্ট রাত ১১টার সময় তার অফিসের কাজ শেষ করে বাসায় যান। পর...