
কালীগঞ্জে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় ৪ জন শিক্ষক, নেই শিক্ষার্থী
হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: অস্তিত্বহীন, ছাত্র বিহীন প্রতিষ্ঠান মাদ্রাসায় ৪ জন শিক্ষক দিয়ে বছরের পর বছর চলে আসার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে । গত বৃহস্পতিবার( ৩০মে) বেলা ১০টার সময় স্বরজমিনে গেলে দেশ বরেণ্য প্রখ্যাত শিল্পী আব্দুল আলীমের দ্বিগ্বিজয়ী গান মনে পড়ে যায় "' পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি লই' আমি সে তো ঘরের মালিক নই ""বসন্তপুর ঢালিপাড়া জামে মসজিদের মক্তবের একটি ঘরে সাইনবোর্ড রেখে নিজেদের প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে ছাত্র 1ছাড়া পাঠ দান না করেই ৪ জন শিক্ষকের বিরুদ্ধে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘ এক যুগ ধরে দেখা গেছে শিক্ষক, ছাত্র নাই ওই কথিত প্রতিষ্ঠানে। স্থানীয়রা জানেই না এই এলাকায় বসন্তপুর স্বতন্ত্র ইফতেদায়ী নামে একটি মাদ্রাসা আছে। স্থানী...