
কালীগঞ্জে বীমা করে বিপাকে গ্রাহকরা, টাকার জন্য ঘুরছে দ্বারে দ্বারে
হাফিজুর রহমান, কালীগঞ্জ থেকে: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বীমা করে বিপাকে অসহায় ড্রাইভার জিয়ারুল। টাকার জন্য জিয়ারুল এখন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। বীমার মেয়াদ ১০ বছর উত্তীর্ণ করে ২'বছর ধরে মেয়াদ উত্তীর্ণ বিমার টাকা পাওয়ার আশায় অফিসে ধর না দিলেও দেখা মিলছে না ওই অফিসের কোন কর্মকর্তা কর্মচারীদের।
ঘটনাটি প্রতিনিয়ত ঘটে চলেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার থানা রোডের এম, এম প্লাজার দ্বিতীয় তলায় ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন শত শত গ্রাহক টাকার জন্য অফিসে এসে ধর্না দিলেও দেখা মেলে না অফিস ব্যবস্থাপকের। গতকাল খোঁজ নিয়ে জানা যায় কালীগঞ্জ উপজেলার বাজার গ্রামের আব্দুল জব্বারের পুত্র শেখ জিয়ারুল কে অধিক লাভের দ্বিগুণ প্রতারনার ফাঁদে ফেলে ১০বছর মেয়াদী বার্ষিক ৫,১২১ টাকা প্রিমিয়ামে ৫০ হাজার টাকার একটি বিমা ২০২১ সালের সেপ্ট...