
কালিগঞ্জে দুটি ক্লিনিক সিলগালা, একটির ৫ হাজার টাকা জরিমানা
হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, নিম্নমানের সেবা, ডিপ্লোমা নার্স, এনেসথেসিয়া ডাক্তারও চিকিৎসকবিহীন অপারেশন, পোষ্ট অপারেটিভ রুম না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুটি ক্লিনিক কাম ডায়াগোনষ্টিক সেন্টার সিলগালা ও একটি ক্লিনিক কাম ডায়াগোনষ্টিক সেন্টারকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জের যমুনা ক্লিনিক এণ্ড ডায়াগোনেষ্টিক সেন্টার, ফায়ার সার্ভিসের পাশে এ আলী ক্লিনিক ও শ্যামনগরের সেবা ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের সাইফুল ইসলাম, জরিনা খাতুনসহ কয়েকজন জানান, ছনকা গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলাম কমপক্ষে ২০ বছর আগে নিজেকে কখনো ডাক্তার, কখনো বা সাংবাদিক পরিচয়ে নাজিমগঞ্জ বাজারের ওয়াকফ স্টেটের জমি দখল করে নিয়ম ...