বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান,কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, পুলিশ সদস্যদের মাঝে ধর্মীয় চর্চা বাড়ানোর জন্য প্রতি বছর আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায়ও প্রতি বছরের ন্যায় সকল পুলিশ ইউনিট থেকে পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে অধিকতর যোগ্য প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে।তিনি গতকাল শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩খ্রি.) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।আইজিপি বলেন ‘বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তায় ইসলামিক দর্শন ও বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এর প্রতিফলন’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিষয় অত্যন্ত চমৎকার। প্রতিযোগীরা বঙ্গবন্ধু, ...