
সাংবাদিক সুভাষ চৌধরীর মৃত্যুতে দেবহাটা রিপোটার্স ক্লাবের শোক
রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক, জীবন্ত ডিকশনারী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীর মৃত্যুতে দেবহাটা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিক সুভাষ চৌধুরী শুধু একজন সিনিয়র সাংবাদিকই ছিলেননা, তিনি ছিলেন জীবন্ত ডিকশনারী। তার কাছ থেকে শিক্ষা নিয়েই আজ আমরা সাংবাদিকতা করি। নেতৃবৃন্দ বলেন, সুভাষ চৌধুরী ছিলেন আমাদের অভিভাবক, তাই তার শূন্যতা পূরন হওয়ার নয়। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, মোহনা টিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম...