সেফগার্ডিং পলিসি ও কোড অফ কনডাক্ট বিষয়ক অবহিতকরন সেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে সেফগার্ডিং পলিসি ও কোড অফ কনডাক্ট বিষয়ক অবহিতকরন সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) বেলা ১২ টায় ভার্রচুয়াল প্লাটফর্মের মাধ্যমে সেফগার্ডিং পলিসি ও ডাম এর কোড অফ কনডাক্টের উপর আবহিতকরণ সেশনটি অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনের মূল উদ্দেশ্য হলো প্রকল্পের কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং প্রকল্পের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনকারীর নিরাপত্তা , শিশু সুরক্ষা, কর্মীসুরক্ষা, বৈষম্যহীন, যৌন হয়রানী, নির্যাতন ও নিপীড়ন মুক্ত পরিবেশ তৈরী করা। এই অরিয়েনটেশনের মাধ্যমে কর্মীর শিশু সুরক্ষা, সেভ গার্ডিং, কোড অফ কনডাক্ট, যৌন নির্যাতনের ধরণ, রিপোটিং, রিপোটিং পরবর্তী করনীয়, তদন্ত প্রতিবেদন প্রস্তুত, এই কর্মকান্ডের সাথে জড়িত সকলের শাস্তির বিধান ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়।
ওরিয়েন্টেশন সেশনেটি উদ্বোধন করেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার সালিমা সুলতান...









