নলতার ভূমিদস্যু নজরুল বাহিনীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিলকাজলা গ্রামের মৃত বদিউল্যা গাজীর পুত্র তারালী কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখার শিক্ষক ভূমিদস্যু ও চাঁদাবাজ নজরুল গাজী ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিল কাজলা গ্রামের মৃত জলিল শেখের ছেলে আব্দুর রাজ্জাক বাদি হয়ে নজরুলসহ ১৪ জন সন্ত্রাসীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার) আইন আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার অন্যতম আসামিরা হলেন- বিলকাজলা গ্রামের শহীদুল গাজী, সম্রাট গাজী, সুমন গাজী, নয়ন গাজী, নাঈম গাজী, সুজন গাজী, শুভ গাজী, পূর্ব নলতা গ্রামের জালাল, বাবুরাবাদ গ্রামের হাসান আলী, কাজলা গ্রামের আব্দুর রশীদ, ইন্দ্রনগর গ্রামের আনছার আলী বিশ্বাস, কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের আঃ গফুর ও বেলাল।
...







