কালীগঞ্জে পূর্ব শত্রুতা যেরে সংঘর্ষে আহত-২
নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতা যেরে সাতক্ষীরার কালিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বর্তমান থমথমে অবস্থা বিরাজ করছে। সরোজমিনে ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২১শে জুন রোজ শুক্রবার সকাল ৮ টার সময় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলাধীন চৌবাড়িয়া গ্রামের মৃত এবাসতুল্লা কারিগরের পুত্র সুলতান আলী কারিগর (৬০)তার পুত্র মাওলানা শাহিনুর রহমান (৩৬)তার বাড়িতে অবস্থানকালেএকই গ্রামের বাবর আলীর পুত্র সাবেক ইউ পি সদস্যপেয়ার আলী খোকন( ৬০) তাদেরকে বাড়ি থেকে ডাক দিলে তারা বাহিরে আসলে, বাবর আলীর পুত্র আব্দুর রশিদ (৫০), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আব্দুর রউফ কারিগর (৫০), একই গ্রামের বক্স কারিগরের পুত্র আনারুল ইসলাম(৫৫)তাদের উপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় মাওলানা শাহিনুর রহমান প্রাণের ভাই তাদের বাড়ির ঘরের ভিতর পালিয়ে থাকে এবং তার পিতা সুলতান আলী কারিগর মাটিত...









