
নলতায় এক কিশোরকে জবাই করে হত্যা চেষ্টা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতার ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র সাইফুল ইসলামকে (১৭) জবাই করে হত্যা করা চেষ্টা করেছে একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত অমিত পাড় (১৯)।
ঘটনাটি আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশে ঘটে।
আহত সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যায় ইন্দ্রনগর হুসাইনিয়া জামে মসজিদ থেকে ইফতার করে নামায শেষে সাইফুল বাড়ি ফেরার পথে মাদকাসক্ত অমিত রাস্তায় তাকে একা পেয়ে পিছনদিক থেকে জাপটে ধরে মাটিতে ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। এসময় সাইফুলের চিৎকারে স্থানীয়রা এলে অমিত পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী কালিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, রেজ...