
নার্সিং খাতে পরিবর্তনের হাওয়া
সীমান্ত ডেস্ক:
২৪ হাজারের বেশি নার্স নিয়োগ দিয়েছে শেখ হাসিনার সরকারপ্রস্তাব করা হয়েছে নার্সিং ও মিডওয়াইফারি ইউনিভার্সিটি স্থাপনেরএখন দেশেই রয়েছে নার্সিংয়ে মাস্টার্সের সুযোগবন্ধ হয়েছে নার্স বদলিবাণিজ্য ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগকরোনাকালে সাহস-উৎসাহ দিতে মাঠে ঘুরেছেন মহাপরিচালক
সেবা পরিদপ্তর থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। দক্ষ জনবল তৈরি আর নার্সিং সেবা প্রদানে প্রতিষ্ঠানটির বেড়েছে পরিধি। বিশ্বমানের নার্স তৈরি করার জন্য এখন ২০টিরও বেশি সরকারি কলেজে এবং ১০২টির বেশি বেসরকারি কলেজে গ্র্যাজুয়েট নার্স ভর্তি নেয়া হচ্ছে। কয়েক হাজার গ্র্যাজুয়েট নার্স ইতোমধ্যে পাস করে বের হয়েছেন।
বিদেশ-নির্ভরতা কেটেছে নার্সিংয়ে মাস্টার্স করার বিষয়ে। রাজধানীর মুগদায় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্র (নিয়ানার) প্রতিষ্ঠার পর সম্প্রতি তিনটি ব্যাচ দেশেই মাস্টার্স সম্পন্ন করেছে। অথচ ২০...