নলতায় ইউনিক ক্লিনিক বন্ধের দাবিতে সিভিল সার্জনের নিকট অভিযোগ দায়ের
হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ ভুল চিকিৎসায় একের পর এক রোগীকে হত্যা, পরীক্ষার নামে নানান অপচিকিৎসায় ডাঃ অনন্যার কসাই খানা খ্যাত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবি সহ ভুক্তভোগী রোগী ও এলাকাবাসী সিভিল সার্জন এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কদমতলা মোড় নামক স্থানে গড়ে ওঠা ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গত ২৩ মার্চ সহ এর আগেও রোগীকে ভুল অপারেশনে হত্যা, স্কুলছাত্রীকে অপচিকিৎসা, ভুল রিপোর্টে জীবননাসের চেষ্টা সহ একাধিক অভিযোগে সিভিল সার্জন বরাবর অভিযোগ দিলেও সিভিল সার্জন অফিসের বড়বাবু খ্যাত প্রধান সহকারি আশেক নেওয়াজ এর অদৃশ্য শক্তিতে ফাইল বন্দি হয়ে আর আলোর মুখ দেখেনি । সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ডাঃ অনন্য রানী, আশাশুনি থানার প্রতাপনগর গ্রামের মাসুম হোসেন সহ ৪ জন শেয়ারে ইউনিক ক্লিনিক এন্...