
কমলগঞ্জে মৌরসী সম্পত্তি হারানোর ভয়ে উদ্বিগ্ন জমির মালিকরা
মৌলভীবাজার প্রতিনিধিঃ মাঠ জরিপের সময়ে সেটেলমেন্টের ভুলের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সোনাপুর মৌজায় সাড়ে ৪ কেয়ার (১৩৫ শতক) আবাদি জমি হারানোর ভয়ে উদ্বিগ্ন রয়েছেন জমির মালিকরা।স্থানীয়ভাবে বসবাসরত না থাকার কারণে জমির মালিকানা নিয়ে বড় ধরণের জটিলতা সৃষ্টি হয়েছে।শমশেরনগর ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের মো.আব্দুল হামিদের মৌরসী সম্পত্তির চাষাবাদকৃত ভূমির কিছু অংশ ডিসি খতিয়ানে চলে যাওয়ায় তারা চরম উদ্বিগ্ন রয়েছেন।
জানা যায়,উপজেলার শমশেরনগর ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের মো.আব্দুল হামিদ ও তাঁর পরিবার সদস্যরা বিভিন্ন স্থানে চাকুরী ও কাজকর্মে ব্যস্ত থাকার সুযোগে বিগত সেটেলমেন্ট জরিপকালীন সময়ে ব্যক্তি মালিকানাধীন জমির কিছু অংশ ডিসি খতিয়ানে চলে যায়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর পাশবর্তী রাস্তার সাথে জমিগুলো রেকর্ডভূক্ত হয়।এতে বড় ধরণের ক্ষতি গুণতে হচ্ছে জমির মালিকানাদের।
অবসরপ্রাপ্ত চাকর...