ফিরোজা মজিদ ট্রাস্টের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ পাইলট ক্লাব ফুটবল একাদশ
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার সখিপুরে ফিরোজা মজিদ ট্রাস্টের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে সখিপুর উদয়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় খেলায় সখিপুর আহছানীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। উদ্বোধক ছিলেন ঢাকা আহছানীয়া মিশনের হেল্থ বিভাগের প্রধান ও ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ। অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক ...