
সাতক্ষীরা কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ
জামাল উদ্দীন, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কিন্ডারগার্টেন অভিভাবক সমাবেশ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে ১৪ অক্টোবর'২৩ শনিবার সকাল সাড়ে নয়টায় স্কুল প্রাঙ্গণে। স্কুলের প্লে গ্রুপ,কেজি গ্রুপ ও কেজি ওয়ানের অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ অভিভাবক সমাবেশ।মনোরম পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারপারসন নাসরিন হাসান। মঞ্চে উপস্থিত ছিলেন হেডটিচার মো.রফিকুল হাসান,রেজিস্টার মো.আব্দুস সাত্তারসহ শিক্ষকমন্ডলী।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র টিচার রাফিজা খাতুন। কোরআন তেলাওয়াত করেন স্কুলের সিনিয়র টিচার সিরাজুল ইসলাম,গীতা পাঠ করেন স্কুলের সিনিয়র টিচার রিনা রাণী রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের চেয়ারপারসন নাসরিন হাসান।স্কুলের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন মর্নিং শিফট ইনচার্জ শারমিন আক্তার,ডে শিফট ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম ও সিন...