গাজীরহাট-কালিগঞ্জ সড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ
লতিফুল ইসলাম, নলতা প্রতিনিধি: গাজীরহাট-কালিগঞ্জ সড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল ১৮ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী প্রকৌশলী (সওজ) সাতক্ষীরা স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তিতে ৩ ডিসেম্বরের ভিতরে অবৈধ দখলদারদের নিজ খরচে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয় সওজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়-এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা সড়ক বিভাগাধীন সাতক্ষীরা (আলিপুর)-সখিপুর-কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালি (আর-৭৬৭) আঞ্চলিক মহাসড়কের ১৭তম কিলোমিটার এ অবস্থিত গাজীরহাট বাজার হতে ৩০তম কিলোমিটার এ অবস্থিত কালীগঞ্জ বাস টার্মিনাল ও কাকশীয়ালী ব্রীজ এর উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা আগামী ০৩-১২-২০২৫খ্রি: এবং ০৪-১২-২০২৫খ্রি: তারিখে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা, সওজ, ঢাকা জোন, ঢাকা...









