
সাতক্ষীরা-কালীগঞ্জ গুরুত্বপূর্ণ মহাসড়কে পিচের রাস্তায় ইটের সলিং
রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কালীগঞ্জ মহা সড়কে পিচের রাস্তায় মাটির সাফটে ইট জনগনের চলায় বেহাল দশা। সড়কটির বেশিরভাগ স্থানে পাথর উঠে ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। ফলে প্রতিনিয়ত সেখানে ঝুঁকি নিয়ে অসুস্থ রুগি সহ মালবাহী গাড়ি চলাচল করছে। মানুষের চলাচলেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আগে দেখতাম মাটির উপরে ইট এখন দেখি পিচের উপর ইটজানা গেছে, সাতক্ষীরা সদর থেকে ১৮ কিলোমিটার৷ সখিপুর পারুলিয়া কুলিয়া নোয়াপাড়া থেকে কালীগঞ্জ ২০ কিলোমিটার দৈর্ঘের সড়ক। এটি গিয়ে মিলেছে সুন্দরবন যার পশ্চিম সিমানা ছুঁয়েছে ভারত অন্যদিকেবৃহত্তর সুন্দরবন,ছাড়াও আছে পযটক বা পিকনিক স্পটপূর্ব দিকে আশাশুনি উপজেলার এই রাস্তার বুক চিরে কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলাসুতরাং প্রতিনিয়ত সড়কটি ব্যবহার করে চার উপজেলার মানুষ। এছাড়া ওই এলাকায় উৎপাদিত চিংড়ী মাছ রফতানি ও বাজারজাত করণেও সড়কটি ব্যবহৃত হয়।স্থানীয়রা জানান,বৃহ...