নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জাল সনদ দেয়া অভিযোগ
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে জীবিত দুই ব্যক্তিকে মৃতের সার্টিফিকেট দিয়ে তাদের নামের বরাদ্দকৃত বয়স্ক ও বিধবা ভাতা চেয়ারম্যান, মেম্বারদের পছন্দসই ব্যক্তির নামে প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে। এতে তাদের নামের বরাদ্দকৃত বয়স্ক ও বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে । প্রতিকার চেয়ে দুই ভোক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
জীবিত থেকেও মৃতরা হলেন, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় জালালপুর গ্রামের মোঃ পান মামুন, পিতার নাম লেখা নেই তবে মাতার নাম ছলে মাই। মৃত্যু সনদ অনুযায়ী গত ০৩/০৩/২৪ইং তারিখে তিনি মারা গেছেন। ৪নং ওয়ার্ডের উত্তর শ্যামপুর গ্রামের মোছাঃ অহেদা বেগম, মাতা -মোছাঃ ছাবিজন বেগম, মৃত্যু সনদে সুচতুর কৌশলে পিতার নাম লেখা হয় নাই। মৃত্যু সনদ অনুযায়ী এই বিধবা মহিলা মারা গেছেন ০১/০৫/২৪ইং। সরকারের সামাজিক নিরাপত্ত...