
দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ
ধর্ম ডেস্ক: শনিবার (১৯ মার্চ) ইক্যুয়িটি আয়োজিত 'দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক ওয়েবিনারে কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর তোহুর আহমদ হিলালী উপস্থাপিত প্রবন্ধ নিচে তুলে ধরা হলো।
বিসমিল্লাহির রহমানির রহিমজাকাত কী?ইসলামে নামাজের পরই জাকাতের স্থান, পাঁচ স্তম্ভের অন্যতম। ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্যকারী বিষয় যেমন নামাজ তেমনি জাকাতের অবস্থানও তাই। আল্লাহপাক একই সঙ্গে নামাজ ও জাকাতকে ফরজ করেছেন। তাঁর বাণী, ‘আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো এবং যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো’- আল বাকারা: ৪৩। কালেমা তাইয়্যেবা ঘোষণার মাধ্যমে একজন ব্যক্তি ঈমান আনে। ঈমান আনার পর ইসলামের সীমার মধ্যে প্রবেশের জন্য তাকে নামাজ আদায়ের সাথে সাথে জাকাত প্রদানেরও ঘোষণা প্রদান করতে হয়। এ প্রসঙ্গে আল্লা...