তপ্ত রোদে ঘামে ভিজে সড়ক সামলাচ্ছে ট্রাফিক পুলিশ
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: প্রখর রোদে রাজধানীতে তীব্র গরম অনুভূত হচ্ছে। এর মধ্যেই সেবা দিচ্ছেন ট্রাফিক পুলিশের সাড়ে তিন হাজার সদস্য। দায়িত্ব পালন করতে গিয়ে ঘামে তাদের জামা ভিজে যাচ্ছে। এক হাতে ছাতা ধরে অন্য হাতে গাড়ি চলাচলের ইশারা-ইঙ্গিত করছেন তারা।ফকিরাপুল মোড়ে গতকাল রোববার প্রখর রোদে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ প্রমানন্দ ধরের সঙ্গে কথা হলো। তপ্ত রোদে শরীরের ঘামে তাঁর জামাও ভিজে গেছে। কপালের ঘাম গড়িয়ে পড়ছে রাস্তায়। তপ্ত পিচঢালা রাস্তায় ঘাম বাষ্পে পরিণত হচ্ছে।প্রমানন্দ বলেন, রাস্তার প্রখর তাপে পুড়ছি, গরম তো প্রতিবছর আসে। কিন্তু এমন তপ্ত পরিস্থিতি এই প্রথম। রোদের তাপে রাস্তার পিচও গলে যাচ্ছে। একদিকে রোদের তাপে উত্তপ্ত রাস্তা ও অন্যদিকে গাড়ির ধোঁয়া। রাস্তায় যেন আগুন ঝরছে। এর সঙ্গে আছে হর্ন ও হুটারের শব্দের যন্ত্রণা।রোদে পুড়ে কারওয়ান বাজার মোড়ে দায়িত্ব পালন করছেন খোকন চন্দ্র দেব ...