
পুনাকের উদ্যোগে লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সাজ্জাদুর রহমান ফরহাদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ছিন্নমূল ও শীতার্ত ৪ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর পক্ষে লক্ষ্মীপুর পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ও লক্ষ্মীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সেলিনা মাহ্ফুজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে কম্বল বিতরণ করেন।এছাড়া আরও উপস্থিত ছিলেন, সদর সার্কেল সোহেল রানা, ডিআই ওয়ান আজিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোসলেহ্ উদ্দিন ও বিভিন্ন থানার কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।পুলিশ সুপার বলেন, সবাই মিলে চাইলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। তাই সুবিধাবঞ্চিত অসহায় ও দিনমজুর যেন শীতে কষ্ট না পায় সেজন্য এ সামান্য সহযোগীতা দেয়া হলো। আমরা চাইলে অসহা...