
ইছামতি নদীর কুলঘেষে রুপসী ম্যানগ্রোভে সৌন্দর্য পীপাসুদের ভীড়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের পৃষ্টপোষকতায় হতে চলেছে অন্যতম একটি বিনোদন কেন্দ্র। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় এই বিনোদন কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ঢালাই ট্রেইল নির্মান ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মান, গাড়ী গ্যারেজসহ বিভিন্ন কাজ করা হয়েছে। শুক্রবার ও শনিবার ছুটি থাকায় জেলাসহ বাইরে থেকে বিনোদনপ্রেমী মানুষেরা ছুটে আসেন এই সীমান্তবর্তী নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের একটু সাধ গ্রহন করতে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত ৮/৯ বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানগ্রোভ” বিনোদন কেন্দ্রটি। তৎকালীন স...