স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
উপমহাদেশের কিংবদন্তি শিশুরোগ বিশেষজ্ঞ, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত, সাতক্ষীরার কৃতি সন্তান, সাতক্ষীরা জেলা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও আজীবন প্রধান উপদেষ্টা সাবেক জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান সাহেবের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। সাতক্ষীরা জেলা সমিতির পক্ষ থেকে এই মহান ব্যাক্তিত্তের আত্মার মাগফিরাত কামনা করছি।
১৯৫২ সালে কলিকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর সাতক্ষীরায় ফিরে আসেন এম আর খান। উচ্চ শিক্ষা লাভের জন্য ১৯৫৬ সালে তিনি সস্ত্রীক বিদেশে পাড়ি জমান। বিদেশে পড়াশুনা শেষ করে তিনি ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ইংল্যান্ডের ম্যানচেস্টার কেন্ট এবং এডিনবার্গ গ্রুপ হাসপাতালে যথাক্রমে সহকারী রেজিস্টার ও রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে তিনি দেশে ফিরে আসেন। ১৯৬৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসোসিয়েট প্রফেসর অব মেডিসিন পদে যোগ দেন। ১৯৬৪ সালে রাজশাহী মেডিকেল কলেজে মেডিসি...