
জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন ও প্রতারণার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: ঢাকায় জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন ও প্রতারণার অভিযোগ উঠেছে। গত ২৩ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে শুক্রবার বিকালে রাজধানীর সদরঘাট এলাকার আগানগর (দক্ষিণ কেরানীগন্জ থানা)এর আওতাভূক্ত আলম টাওয়ারের পাশে শাকিল মিয়া(২৩) নামে এক ব্যাক্তিকে মারধর করে জখম ও ঘরে আটকায়ে রেখে অলিখিত একশত টাকার ৩ টি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে গত ২৭ সেপ্টেম্বর আরপিটেকভিশনের পক্ষে মুশাররফ হূসাঈন দক্ষিণ কেরানীগন্জ থানায় অভিযুক্ত (১)মো: শামীম ইসলাম (৩০), পিতা: তারাজুল ইসলাম, (২) মো: দেলোয়ার হোসেন (৩১), পিতা: মো: রাজা মিয়া, (৩) মো: রিহাদ মিয়া (২৭), পিতা: মহিদুল ইসলাম (৪) ফাহাদ মাতুব্বর (২৫), পিতা: মো: খবির মাতুব্বর কে দায়ী করে সাধারন ডায়েরী করেছেন। সাধারন ডায়রী নং ১৬৪৯।অভিযোগের সূত্র ধরে জানা যায় যে, মো: শাকিল মিয়া আরপিটেকভিশনের সদরঘাট ও আগানগর এলাকায় সুপার...