গ্রামবাসীদের প্রতিরোধে খলিসাখালি মাছের ঘের দখলকারী সন্ত্রাসীদের পলায়ন
নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়কে ব্যবহার করে স্থানীয় বিএনপি নেতার ইন্ধনে গত ৮ আগস্টে সন্ত্রাসী দ্বারা দখলকৃত সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিসাখালির ব্যক্তি মালিকানাধীন ১৩২০ বিঘা মাছের ঘের দখলকারী সন্ত্রাসীদের তাড়ালো সাতক্ষীরার সখিপুর, নলতা, খেজুরবাডিয়া, পারুলিয়া, গাজিরহাটসহ আশেপাশের ৭টি গ্রামের হাজার হাজার নারী-পুরুষেরা।
আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১ টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাসী ফারুক, রহিম, সাইদসহ আরো অনেকে জানায়, পারুলিয়ার সন্ত্রাসী মকরম ডাকাত, সন্ত্রাসী আনারুল, আকরাম ডাকাত, নোড়া চরকাটার মাদক ব্যাবসায়ী সাইফুল, রিপন ও রবিউল ডাকাতদের বাহিনীরা মছের ঘের দখল করে সেখানে অনৈতিক কার্যক্রম, মাদক ব্যবসা এবং দেশের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে দেশের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনার কথা জানতে পেরে গ্রামবাসীসহ এলাকাবাসীরা একযোগ হয়ে সন্ত...








