Thursday, September 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা)থেকেঃ ৫০ বোতল ফেনসিডিল সহ হাফিজা খাতুন (২৬)নামে ১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকৃত হাফিজা খাতুন ভাড়া সিমিলা ইউনিয়নের ব্রজ পাটুলি গ্রামের বকুল সরদারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৬ জুন) গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের ব্রজ পাটুলি গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে ভাড়া সিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমের সহযোগিতায় এবং কালিগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তার বাড়ির রান্নাঘর থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়। উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক নকিব প্পান্নু বাদী হয়ে মাদক আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মাদক আটক এর ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান।

শেয়ার বাটন