Friday, April 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আশাশুনিতে নবাগত ইউএনও’র যোগদান ও বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে নবাগত নির্বাহী অফিসার কৃষ্ণা রায় যোগদান করেছেন। বিদায়ী নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের উপরে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ইউএনও মোঃ রনি আলম নূর। নবাগত উপজেলা নির্বাহী অফিসার বাগেরহাট জেলার মোল‍্যারহাট উপজেলায় বাড়ি। তিনি (৩৫) তম বিসিএস ক্যাডার এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্বরত ছিলেন। বিদায়ী ইউএনও মোঃ রনি আলম নূর পদোন্নতি পেয়ে মেহেরপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল হক, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও মোঃ সোহাগ খান, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সহকারি প্রোগ্রামের আক্তার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মন্ডলসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন