Thursday, November 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটে নদীর দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ “বৃক্ষ রোপণ করি, দূষণ মুক্ত পৃথিবী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের হারাবতী ও তুলশীগঙ্গা নদীর দুই পাড়ে এক লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এ উপলক্ষে সোমবার বিকাল সাড়ে ৫ টায় জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাস্তবপুরী উৎপাদনমুখী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, বাস্তবপুরী উৎপাদনমুখী ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স, পরিচালক আহম্মেদ মোশাররফ নান্নু, আমদই ইউনাইটেড ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজসহ অন্যান্যরা।

পরে শিক্ষার্থীদের মাঝে তেতুল গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়।

শেয়ার বাটন